
পাবনা জেলা গোয়েন্দা শাখার পৃথক তিনটি অভিযানে একটি বিদেশি পিস্তল, ৬২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চার হাজার পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট, আশি গ্রাম হেরোইন, একটি বিদেশি শর্টগান ও পাঁচ রাউন্ড শর্টগানের গুলিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি জানায়, প্রথম অভিযানটি ২১ এপ্রিল রাত ১২টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউপির কাশিপুর বাজার এলাকায় পরিচালনা করেন। এ সময় দোহারপাড়া এলাকার মৃত শেখ ফরিদের ছেলে মো. জাহিদ হাসান রানা (৩৩) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া একইদিন সকাল ১১টায় হেমায়েতপুর মালিখাপাড়া এলাকার জনৈক মো. সাজ্জাদের মালিকানাধীন একটি পুকুরপাড়ের টিনশেড ঘরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সাজ্জাদ হোসেন (২৬), পিতা এসএম আজম, ও আব্দুল রানা (৪১), পিতা মো. আ. জলিল। এ সময় তাদের হেফাজত থেকে একটি সচল ৭.৬৫ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড ৭.৬৫ গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড গুলি, ৪ হাজার পিস ইয়াবা এবং ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
অপরদিকে একই তারিখ দুপুর ১টা ১০ মিনিটে এসআই (নিঃ) বেনু রায়ের নেতৃত্বে একটি টিম পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউপির মোহরপুর এলাকায় অভিযান চালিয়ে এক জনকে আটক করে। আটককৃত মো. রাসেল হোসেন (৪৫), পিতা মো. কুদ্দুস শেখ, মোনহরপুর এলাকার বাসিন্দা। তার বসতঘরের শোয়ার ঘরের খাটের তোশকের নিচ থেকে একটি তুরস্কের তৈরি ১২ বোরের শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক মামলার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।