Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাবনায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাবনায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

April 20, 2023 01:02:34 PM   দেশজুড়ে ডেস্ক
পাবনায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি:
পাবনায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বাস, ট্রাক, রিক্সা শ্রমিকসহ প্রতিবন্ধী জনগোষ্ঠী ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার নিজ কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় ১৫০০ অসহায় মানুষের মাঝে অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন উপস্থিত থেকে ঈদ উপহার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অনন্য সমাজ কল্যাণ সংস্থার সহকারি পরিচালক সেলিম আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ওমেদ আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক ডা. আব্দুস সালাম, পাবনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ খান প্রমুখ।

বরনা খাতুন বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে অনন্য সমাজ কল্যাণ সংস্থা। সামনের দিনগুলোতেও এধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান। এদিকে ঈদের আগে উপহার পেয়ে মুখে হাসি ফুটেছে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের।