Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও বিক্ষোভ

March 22, 2025 09:10:11 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও বিক্ষোভ

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা:
রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই মাহফিলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মাহবুবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা মাসুম বিল্লাহ, রাকিব, নাহিদ ইসলাম, পীরগঞ্জ থানার ওসি এম.এ ফারুক, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হোসেন, শহীদ সোহাগের পিতা রেজাউল করিমসহ অনেকে বক্তব্য দেন।

ইফতারের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।