Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে বন্দিয়ারা স্কুল শিক্ষকের রাজকীয় বিদায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে বন্দিয়ারা স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়

April 28, 2025 08:58:36 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে বন্দিয়ারা স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্দিয়ারা স্কুলের শিক্ষক গয়ালাল চন্দ্র রায়কে রাজকীয় বিদায় জানিয়েছে স্কুলের সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী। সোমবার বেলা ১১টায় উপজেলার বন্দিয়ারা উচ্চ বিদ্যালয়ে এই বিদায়ের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী শিক্ষক গয়ালাল চন্দ্র রায় ও সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক বিলকিস বেগম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্ত নাথ রায়।

শেষে সাজানো ঘোড়ার গাড়িতে করে অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে যথাযথ মর্যাদায় তাঁর বাড়িতে পৌঁছে দেন সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

অবসরপ্রাপ্ত শিক্ষক গয়ালাল চন্দ্র রায় ১৯৯৫ সালের ২৮ জুন প্রথম এই বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। প্রায় ২৯ বছর শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত থেকে ২০২৫ সালের ৭ এপ্রিল পর্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। তাঁর কর্মজীবনে অসংখ্য ছাত্র-ছাত্রী দেশের গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত হয়েছে।