
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ হোসেন, যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠু, পীরগঞ্জ থানার সহকারী পরিদর্শক আব্দুল হালিম খান প্রমুখ।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ড, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।