Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / প্রয়াত সাংবাদিক দিপু খাঁনের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রয়াত সাংবাদিক দিপু খাঁনের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা

July 08, 2024 08:24:07 PM   উপজেলা প্রতিনিধি
প্রয়াত সাংবাদিক দিপু খাঁনের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা

কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সদ্য প্রয়াত মেধাবী সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর উপজেলা পরিষদ হলরুমে ভেড়ামারা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও স্মরণ সভা হয়।

ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সাবেক প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা  করেন ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বানী পত্রিকার সন্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন।

সভায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।

উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএসম আনছার আলী, জেলা জাসদের  কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুজ্জামান নবাব, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তারিকুজ্জামান তারিকসহ আরও অনেকে।

দোয়া পরিচালনা করেন হাফেজ ফয়জুল আজিজ ও রফিকুল ইসলাম।