
রিপন হাসান, গাইবান্ধা:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্প জীবন কালীন আমন ধানের জাত বিনাধান-১৭ এর ২৫০০ কেজি বীজ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ কর্মসূচিটি বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে সম্পাদিত হয়।
অনুষ্ঠানে পলাশবাড়ী কৃষি অফিসার মোছাঃ ফাতেমা কাওসার মিশু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিনা রংপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী, বাংলাদেশ সাংবাদিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ আকতার হোসেন খান ওপেল, প্রকল্প পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, পিএসও,বিনা প্রধান কার্যালয় ময়মনসিংহ হতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের অন্যান্য সকল কর্মকর্তাগণ।