Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাংশায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক

February 24, 2023 11:20:49 PM   দেশজুড়ে ডেস্ক
পাংশায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ী পাংশার মাছপাড়া থেকে গৃহবধু মুসলীমা (২৩) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্তবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মাছপাড়া ইউনিয়নের নিভাএনায়েতপুর গ্রামের মনোয়ার সরদারের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। তাসলীমা ওই গ্রামের রিপন সরদারের স্ত্রী। রিপন পেশায় দিনমজুর ছিলো।

নিহতের শাশুড়ি মনোয়ারা খাতুন বলেন,  বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমরা তাসলীমাকে ডেকে না পেয়ে বাইরেও খোজাখুজি করি। পরে আমার মেঝ ছেলে মফিজের ঘড়ের দরজা ভিতর থেকে লাগানো দেখে বউমা ওই ঘড়েই আছে বলে সন্দেহ করি এবং ডাকাডাকি করি। কোন সারাশব্দ না পাওয়ায় প্রতিবেশি জামিন খাঁ-কে নিয়ে আমার স্বামী আমাদের রুমের ভিতর প্রবেশ করে। জমির ঢাপের উপর উঠে দেখে অন্য একটি ঢাপের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাসলীমা ঝুলে আছে। পরে ওড়না খুলে তাকে নামানো হয়। আপনার ছেলে তার বউকে নির্যাতন করতো কিনা প্রশ্নের জবাবে তিনি আমতা আমতা করে বলে দু একটা থাপর-চাপর দিত।

মফিজের স্ত্রী দিপা বলেন, ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। সংবাদ পেয়ে এসেছি।

রিপন তার স্ত্রীকে মারধর করতো কিনা জানতে চাইলে তিনি বলেন, এর আগে রিপন সিগারেটের আগুন দিয়ে তাসলীমার হাত পুড়িয়ে দিয়েছিলো। সেই পোড়া স্থান তাসলীমা আমাকে দেখিয়েছিলো। এছাড়াও মাঝে মধ্যে সে তাসলীমাকে মারধর করতো।

এ ঘটনায় পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেছে।

এদিকে তাসলীমার স্বামী পলাতক থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

মরদেহ উদ্ধারকারি পাংশা থানার সাব-ইনেস্পেক্টর কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।