Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা সরকারের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা সরকারের

January 16, 2025 06:36:51 PM   অনলাইন ডেস্ক
পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা সরকারের

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিসিবি) ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৫ জানুয়ারি) এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এ ঘটনার পর দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সরকারের বার্তায় বলা হয়, "জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই।" ঐক্য, শান্তি, এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এনসিটিবি ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দের অন্তর্ভুক্তি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। তবে, এই সমাবেশে অজ্ঞাতনামা কিছু লোক হামলা চালায়, যা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

সরকারের এই প্রতিক্রিয়া পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি সহিংসতা দমনে কঠোর অবস্থানকে নির্দেশ করে।