Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী

September 07, 2022 08:55:28 PM   জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য হিন্দু।
কংগ্রেস জানিয়েছে, শেখ হাসিনা ও রাহুল গান্ধী বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। চার দিনের সফরে গত সোমবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে ঢাকা ও দিল্লির মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যেখানে বাণিজ্য এবং নদীর পানি বণ্টনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি হয়।