Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী ঢাকার হোটেল মিডনাইট থেকে গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী ঢাকার হোটেল মিডনাইট থেকে গ্রেফতার

July 29, 2023 03:10:40 PM   জেলা প্রতিনিধি
ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী ঢাকার হোটেল মিডনাইট থেকে গ্রেফতার

ফেনী সংবাদদাতা:
ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী ও সমর্থককে ঢাকার নয়া পল্টনের হোটেল মিডনাইট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আলাউদ্দিন গঠন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ফেনী জেলার বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন সেলিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জাতীয়তাবাদী হেল্পসেল এর প্রধান সমন্বয়ক সুমন আহসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহবায়ক নুর নবী, ফেনী পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান রুবেল পাটোয়ারী, সোনাগাজী ৭নং সদর ইউনিয়নের সমির খান, জাহিদুল ইসলাম হিরন, দাগনভূইয়া উপজেলা ছাত্রদল নেতা রুবেল, আশ্রাফুল ইসলাম প্রমুখ।