Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

April 27, 2025 12:39:07 AM   জেলা প্রতিনিধি
ফেনীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবিএসবি মোঃ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে, ডিবির অফিসার ইন চার্জ মর্ম সিংহ ত্রিপুরা।

২৫ এপ্রিল রাতে ফাজিলপুর ইউনিয়নের খাইয়ারা এলাকার একটি পরিত্যক্ত রাইস মিলের রুম থেকে ৩৫ পিস ইয়াবাসহ মোঃ আজিজুল হক সুমনকে গ্রেফতার করা হয়। তিনি কেরনীয়া নেয়াতুল্লা হাজী বাড়ী, লেমুয়া ইউনিয়নের বাসিন্দা।

অপরদিকে ২৬ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোড এলাকায় যমুনা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ জিনুফা আক্তারকে আটক করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার উত্তর কুতুবদিয়া পাড়া এলাকার বাসিন্দা।

একই দিন সন্ধ্যায় রিয়াজ মোটরসের সামনে থেকে ছয় কেজি গাঁজাসহ রংপুর সিটি কর্পোরেশনের রামপুর এলাকার বাসিন্দা মেরাজকে আটক করে ডিবি পুলিশ।

আটক তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ফেনী সদর মডেল থানায় তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।