Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ফের নেইমারের চোট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফের নেইমারের চোট

February 01, 2023 05:24:42 PM   স্পোর্টস ডেস্ক
ফের নেইমারের চোট

এমনিতেই সময়টা মোটেই ভালো যাচ্ছে না পিএসজির। তার মধ্যে দলের অন্যতম বড় তারকা শোনালেন চোটের খবর। পেশিতে চোট পেয়েছেন নেইমার। যদিও সেই সমস্যা খুব গুরুতর না বলেই জানা যাচ্ছে। তবে লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে পরের ম্যাচে খেলবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। ৩০ বছর বয়সী তারকা ফুটবলার সবশেষ ম্যাচ খেলেন রেইমসের বিপক্ষে। মাঠে নেমে গোলও করেন। তবে ম্যাচের ৮৫ মিনিটের মাথায় তাকে তুলে নেওয়া হয়।
মঁপেলিয়ের বিপক্ষে আজ বুধবারের ম্যাচের জন্য নেইমারকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে তার ক্লাব। ক্লাব নিশ্চিত করেছে যে, নেইমারের পেশিতে কিছু সমস্যা দেখা গিয়েছে। সেই সমস্যার জন্য কয়েকদিন চিকিৎসকের অধীনে থাকবেন তিনি। তবে চোট যেহেতু খুব একটা গুরুতর নয়। আগামী শনিবারের ম্যাচেই ব্রাজিলীয় তারকাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।