Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফুলবাড়ীয়া থেকে সুকু নিখোঁজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফুলবাড়ীয়া থেকে সুকু নিখোঁজ

April 08, 2025 04:11:34 PM   স্টাফ রিপোর্টার
ফুলবাড়ীয়া থেকে সুকু নিখোঁজ

স্টাফ রিপোর্টার: 
রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে কলোনি সংলগ্ন গোলাপ শাহ মাজারের দিকে হেঁটে যাওয়ার সময় গত ২৭ মার্চ ২০২৫, আনুমানিক সকাল ৭টা থেকে ৮টার মধ্যে রৌশন আরা (সুকু) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। সুকুর সামান্য মানসিক ভারসাম্যহীনতা রয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ সুকুর বোনের ছেলে মো. ইব্রাহিম এই বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৯৬০) নথিভুক্ত করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, তার ফুপু সুকু পায়ে হেঁটে যাওয়ার সময় যেকোনো স্থানে হারিয়ে যেতে পারেন। তারা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেছেন, কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের খোঁজাখুজি অব্যাহত রয়েছে।
জিডিতে নিখোঁজ সুকুর শারীরিক বিবরণ উল্লেখ করা হয়েছে। তার চুল পাতলা, মুখ চ্যাপ্টা এবং গায়ের রঙ ফর্সা। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৩০ কেজি।
ইব্রাহিম জানান, তার ফুপু এর আগেও হারিয়ে গিয়েছিলেন। তিনি শাহবাগ থানা পুলিশের কাছে তার ফুপুকে খুঁজে বের করার জন্য সহযোগিতা চেয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, তারা সাধারণ ডায়েরিটি গুরুত্বের সাথে নিয়েছেন এবং নিখোঁজ নারীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যদি কোনো ব্যক্তি রৌশন আরা (সুকু)-র সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে শাহবাগ থানায় অথবা তার ভাগ্নে মো. ইব্রাহিমের (মোবাইল নং: ০১৭২৬২৯৫৪৭৫) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।