Date: October 28, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / ফেসবুক এবার আপনার ফোনের অপ্রকাশিত ছবিতেও নজর দিচ্ছে। - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেসবুক এবার আপনার ফোনের অপ্রকাশিত ছবিতেও নজর দিচ্ছে।

October 27, 2025 07:38:21 PM   অনলাইন ডেস্ক
ফেসবুক এবার আপনার ফোনের অপ্রকাশিত ছবিতেও নজর দিচ্ছে।

ফেসবুক এবার ব্যবহারকারীর মোবাইল ফোনে তোলা ছবি, যা এখনও পোস্ট করা হয়নি, সেগুলোর ওপরও নজর রাখছে। কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন একটি ফিচার যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। মেটা জানিয়েছে, এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বেচ্ছামূলকভাবে বিভিন্ন সৃজনশীল পরামর্শ পেতে পারবেন, যেমন কোলাজ তৈরি, জন্মদিনের থিম সাজানো, স্মৃতিচারণ বা ডিজাইন সাজেশন। তবে এই সুবিধা ব্যবহার করার জন্য ব্যবহারকারীর স্পষ্ট সম্মতি অপরিহার্য।

প্রথমে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারটি এখন মূল সংস্করণে এসেছে। ব্যবহারকারী প্রথমে একটি নোটিফিকেশন পাবেন, যেখানে লেখা থাকবে, গ্যালারির ছবি থেকে সৃজনশীল ধারণা প্রদানে ফেসবুককে ক্লাউড প্রক্রিয়ায় অনুমতি দিন। সম্মতি দিলে, নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারীর ফোন থেকে ছবিগুলো মেটার ক্লাউড সার্ভারে পাঠানো হবে। সেখানে মেটার এআই সিস্টেম ছবিগুলো বিশ্লেষণ করবে এবং প্রয়োজন অনুযায়ী সম্পাদনা, নকশা পরিবর্তন বা পোস্ট করার পরামর্শ দেবে।

মেটা নিশ্চিত করেছে, এই ছবিগুলো সরাসরি বিজ্ঞাপন বা লক্ষ্যভিত্তিক প্রচারের জন্য ব্যবহার করা হবে না। তবে, যদি ব্যবহারকারী ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন, তখন সেই তথ্য মেটার এআই মডেল উন্নয়নে কাজে লাগতে পারে। কোম্পানির নীতিমালায় বলা আছে, ব্যবহারকারীর সম্মতি থাকলে মেটা ছবিতে থাকা মুখ, ব্যক্তি, বস্তুর উপস্থিতি, সময় ও অবস্থান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। এই তথ্যের ভিত্তিতে তারা ছবির সারাংশ তৈরি, ছবিতে পরিবর্তন আনা বা নতুন ছবি তৈরির মতো কাজ করতে পারবে।

অর্থাৎ, ব্যবহারকারী ছবি শেয়ার না করলেও, মেটা তার জীবনযাত্রা, সম্পর্ক ও অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে সক্ষম। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফিচারের মাধ্যমে মেটা ব্যবহারকারীর আচরণ, রুচি ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিশাল তথ্যভান্ডার গড়ে তুলতে পারবে। এর ফলে মেটা এআই প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এগিয়ে যাবে, কিন্তু একই সঙ্গে গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগও বেড়ে যাবে।

এর আগে মেটা জানিয়েছিল, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত পাবলিক পোস্ট, মন্তব্য ও ছবি তাদের এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা ২০২৫ সালের ২৭ মে পর্যন্ত এই প্রক্রিয়া থেকে নিজেদের নাম প্রত্যাহারের সুযোগ পেয়েছিলেন।

ফোনে তোলা অপ্রকাশিত ছবি পর্যন্ত ফেসবুকের এআইয়ের আওতায় আসায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার প্রশ্নও নতুন করে সামনে এসেছে।