রাজধানী ঢাকার হাতিরঝিল সড়কে উল্টোপথ দিয়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অভিনেতা বিল্লাল মাহমুদ (২৮) গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল সড়কের ২নং সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত বিল্লাল মাহমুদকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
আহত বিল্লাল ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ছোট ও বড় পর্দার নিয়মিত অভিনেতা এবং রাজধানীর মিরপুর-১১ তে বসবাস করেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে আহত বিল্লাল দোহারের সংবাদদাতাকে জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে তিনি ওই সড়ক দিয়ে মগবাজারের দিকে যাচ্ছিলেন। হাতিরঝিলের ২নং সেতুর ঢাল দিয়ে নামার সময় 'ওয়ান ওয়ে' (একমুখী) সড়কের উল্টোদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, “মনে হচ্ছে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলাম। দুর্ঘটনায় আমার ডান হাত ভেঙে গেছে। বাম হাতেরও একটি আঙুল ভেঙেছে। নাক, মুখ ও ঠোঁট কেটেছে। এছাড়াও মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।” ডাক্তার আপাতত তার দুই হাত প্লাস্টার (ব্যান্ডেজ) করে দিয়েছেন এবং পরবর্তীতে অপারেশনের প্রয়োজন হতে পারে বলে বিল্লাল জানিয়েছেন।
এদিকে, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের চালকসহ গাড়িতে থাকা সকলে গাড়িটি দুর্ঘটনাস্থলে রেখেই পালিয়ে যান। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে গেছে।
এ ঘটনায় প্রাইভেটকারের মালিকপক্ষের কেউ এখন পর্যন্ত থানায় আসেনি বা আহত বিল্লালের কোনো খোঁজ খবর নেয়নি বলে জানা গেছে।