Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেফতার

March 24, 2025 08:24:02 PM   উপজেলা প্রতিনিধি
বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় চাঁদাবাজির অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ছয় সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।

শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়নের বীরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. মাহবুর আলম, কনস্টেবল মো. বাশির আলী এবং সিভিল ড্রাইভার মো. মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই লক্ষ টাকা, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার দিগলকান্দি এলাকার রাব্বি ও জাহাঙ্গীর নামের দুই যুবককে আটক করে অভিযুক্ত ডিবি সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা আদায় করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি আত্মীয়স্বজনদের জানালে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের টহল দল ঘটনাটি জানতে পারে। পরে এসআই শাহিনের নেতৃত্বাধীন ডিবি দলটি পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মো. মাসুদ রানার নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আরএমপির কনস্টেবল ওহাব এই অভিযানের পরিকল্পনাকারী ছিলেন। তিনি জানিয়েছিলেন, তার বাড়ির পাশের এলাকায় রাব্বি ও জাহাঙ্গীর ক্যাসিনো ব্যবসায় জড়িত। তবে এই অভিযান চালানোর আগে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি। তদন্তসাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।