Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোটের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোটের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

March 22, 2025 09:30:12 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোটের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) বগুড়া জেলা শাখার ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খান্দারাস্থ পাসপোর্ট অফিস সংলগ্ন বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) এর কার্যালয়ে বগুড়া জেলা শাখার সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক মুক্ত সকাল পত্রিকার সহকারী সম্পাদক মোসলেহ উদ্দীন।

তিনি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ সাংবাদিক জোটের মহতি উদ্যোগ সকল সাংবাদিকসহ সকল সাংবাদিক সংগঠনের জন্য অনুকরণীয় দিক। কারণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা সবসময় অবহেলিত এবং সকল প্রতিকূলতার মধ্যে সাংবাদিকদের প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হতে হয়। এসব বিপদ মুহূর্তে সাংবাদিকদের পাশে থাকাটা অত্যন্ত জরুরী। এসব অসহায় ও নিপীড়িত সাংবাদিকদের পাশে থেকে বাংলাদেশ সাংবাদিক জোট মহানুভবতার পরিচয় দিয়ে যাচ্ছেন।"

এ জন্য সাংবাদিক জোটকে তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তাদের এই কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরানুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি রফিকুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, রহিদুল ইসলাম মিলন, আরিফুর রহমান, সোহেল রানা, শাকিব হোসেন, আব্দুর রহিম, ২০২৩ সালে বগুড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা মোছাঃ জেসমিন আক্তার, সাংবাদিক গোলাম মোস্তফা, রাইসুল ইসলাম, পলাশ মন্ডল, সুধীজন শাজাহান মন্ডল, মুক্তার হোসেন, সামছুল হক প্রমুখ।