
রায়হানুল ইসলাম, বগুড়া:
অবশেষে ২০ বছর পর বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পর্যন্ত সংযোগ সড়কটি চালু হয়েছে। ২০০৪ সালে বিএনপি সরকারের সময় এই সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৩ কোটি টাকা। তখন ৮১০ মিটার সড়কের কাজ সম্পন্ন হলেও সড়কটি পূর্ণ সংযোগ না পাওয়ায় কার্যত ব্যবহারের উপযোগী ছিল না।
জানা যায়, ২০১৫ সালে আবারো সড়কটি নির্মাণে প্রায় ৩০ কোটি টাকা বাজেট ধরা হয়, কিন্তু তা শেষ পর্যন্ত রোগী ও স্বজনদের আশানুরূপ সেবা দিতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ৫ গুণ প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়ে মোট ১৫২ কোটি টাকায় সড়কটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে।
সড়ক বিভাগের বগুড়া নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, সড়কটি চালু হওয়ার ফলে শহরের যানজট অনেকটা কমে যাবে। এটি মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করায় যাত্রী এবং রোগী পরিবহনে সুবিধা সৃষ্টি হয়েছে।
পথচারী ও রিকশাচালকরা জানিয়েছেন, বহু প্রতীক্ষার পর সড়কটি চালু হওয়ায় তারা খুশি। তবে কিছু পুরনো স্থানে মেরামতের প্রয়োজন রয়েছে বলেও তারা মন্তব্য করেছেন।