
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার সচেতন শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে সাবেক জেলা শিক্ষা অফিসার (ডিইও) রমজান আলী আকন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বগুড়া শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব আজিজুল হক রাজা। তিনি বলেন, “জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিগত সরকারের অযাচিত হস্তক্ষেপে বগুড়ার শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। রমজান আলী আকন্দ একজন শিক্ষাবান্ধব কর্মকর্তা, এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নেতা বুলবুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কেএম পান্না, হাফিজার রহমান, ওবায়দুর রহমান বেনু, আবু বকর সিদ্দিক, আশরাফুল ইসলাম আশিক, ফেরদৌস আলমসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।