
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার বুড়িগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতের উষ্ণ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বুড়িগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইমরানুল হক।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আলিফ, বিশিষ্ট ব্যবসায়ী ধলু মিয়া ও সিরাজুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা রায়হানুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দপ্তর ও প্রচার সম্পাদক রাইসু ইসলাম রনি, কোষাধক্ষ্য পলাশ মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান এবং নির্বাহী সদস্য হাবিবুল বাশার মিস্টার, আব্দুল মমিনসহ অনেকে।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে এলাকার সবাই সাধুবাদ জানিয়েছেন।