
বগুড়ায় মাসে গড়ে ৭ জন মানুষ খুন হচ্ছে, আর গত ১১ মাসে ৭৫ খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশিরভাগ হত্যাকাণ্ডে চাকুর ব্যবহারের ঘটনা ঘটেছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম যেন থামছেই না, এবং পুলিশি তৎপরতার অভাবে এ ধরনের অপরাধ বেড়েই চলেছে।
সর্বশেষ ২৪ নভেম্বর বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মাঠে কনসার্ট দেখতে গিয়ে উচ্ছৃঙ্খল কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে খুন হন মেহেদী হাসান নামে এক যুবক।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বগুড়ায় মোট ৭৫ জন খুন হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই চাকু দিয়ে হত্যা করা হয়েছে। জানুয়ারিতে ৭, ফেব্রুয়ারিতে ১০, মার্চে ৪, এপ্রিলে ৩, মে ২, জুন ৭, জুলাই ৬, আগস্টে ১৪, সেপ্টেম্বর ৯, অক্টোবর ৬ এবং নভেম্বরের ২৫ তারিখ পর্যন্ত ৭ জন খুন হয়েছে।
এ ঘটনায় মেহেদী হাসানের মা সুকি বেগম বগুড়া সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানিয়েছেন, খুনের সংখ্যা বেড়েছে, তবে প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আরো জানান, এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনতে অভিভাবক এবং সমাজের সচেতনতা অত্যন্ত জরুরি।