Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বাগাতিপাড়ায় হামলা ও ছিনতাইয়ে প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাগাতিপাড়ায় হামলা ও ছিনতাইয়ে প্রতিবাদে সংবাদ সম্মেলন

April 14, 2025 11:14:04 AM   উপজেলা প্রতিনিধি
বাগাতিপাড়ায় হামলা ও ছিনতাইয়ে প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার ও ছিনতাইয়ের অভিযোগে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার সন্ধ্যার আগে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের খন্দকার মালঞ্চি আকছেদের মোড়ে এই কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরপুর মালঞ্চি এলাকার হাফিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান। তিনি বলেন, দুই মাস ধরে জমি ও মসজিদ নিয়ে স্থানীয় আলিউজ্জামান বুলবুল, আনোয়ার হোসেন আনার, মিজানুর রহমান ফাইন, পান্ত, আজিজুল ইসলাম হাকিমদের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত ৪ এপ্রিল আমাকে মারধর করা হয় এবং ৯ এপ্রিল রাতে আমার চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে কুপিয়ে জখম করে। এ সময় চাচার কাছে থাকা ব্যবসায়িক কাজে ব্যবহৃত পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে আজিজুল ইসলাম হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে আমি স্থানীয় মেম্বার হওয়ায় ওই জমি নিয়ে একাধিকবার সালিশ করেছি। আর সেই সালিশ হাবিবদের পছন্দ না হওয়ায় এই ঘটনায় আমাকেও আসামি করা হয়েছে। তবে এটি তাদের পারিবারিক বিষয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।