
যুগে যুগে ধর্ম মানুষের কল্যাণে কাজ করেছে, যারাই এ কাজ করুক না কেন এই ভালো কাজের সঙ্গে আমরা রয়েছি বলে মন্তব্য করেছেন বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সরকার। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় বগুড়া জেলা হেযবুত তওহীদের উদ্যোগে সাবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হক সরকার বলেন, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, অপরাজনীতির বিরুদ্ধে হেযবুত তওহীদ যে কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়। হেযবুত তওহীদ বগুড়া জেলা শাখার সভাপতি হাকীম ছামিউল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী ও রংপুর বিভাগীয় আমির মো. মশিউর রহমান। হেযবুত তওহীদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হানুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের একাংশের দায়িত্বশীল আশেক মাহমুদ, বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন, ছাত্রলীগ নেতা বাবুল প্রমুখ।