
বগুড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পক্ষে সোমবার সকাল ১০ টায় বগুড়া জেলার আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় বগুড়া জেলার ১২টি উপজেলার ২০০ জনের অধিক বয়স্ক ভাতাভোগী সদস্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উপস্থিত হয়ে কম্বল গ্রহণ করেন।
মহাপরিচালকের পক্ষে জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন বাহিনীতে দীর্ঘদিন ধরে যেসকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা কমান্ড্যান্ট আরো জানান, “এ বাহিনীতে অনেক বয়োবৃদ্ধ সদস্য যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা ও সামাজিক নিরাপত্তামূলক কাজের সাথে জড়িত ছিল, নীতিমালা অনুযায়ী অনেকের বয়স উত্তীর্ণ হলেও বাহিনীর সঙ্গে নাড়ির টান ছাড়তে পারেনি। আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে যারা দেশ ও মানুষের আর্থসামাজিক কল্যাণে নিয়োজিত আছেন, তাদের পাশে বাহিনী সবসময় দাঁড়াবে।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল এডজুট্যান্ট মোঃ গোলাম আজম, সদর উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মইদুল, শেরপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ পিস্তা মিয়া সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।