Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ঈদ সামগ্রী বিতরণ

March 27, 2025 07:15:30 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধি:
পবিত্র রমজানের শেষ প্রান্তে বগুড়ার একটি স্থানীয় ইয়াতিমখানায় অসহায় ইয়াতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সাংস্কৃতিক সংগঠন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী।

বৃহস্পতিবার সকালে আয়োজিত এ মানবিক কার্যক্রমে সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন ও সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান সোহাগ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ হুজাইফা, সংগঠনের সদস্য সাদমান আল মোবিন সাদাফ, নাফসান আল মোবিন অংশ, মোহা. এহসান হাসান সৌহার্দ্য প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণের আগে ইয়াতিমখানার খতিব হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান সালামী দোয়া পরিচালনা করেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ পলাশের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।