Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় আলুর বাজারে ধস, দুশ্চিন্তায় কৃষক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় আলুর বাজারে ধস, দুশ্চিন্তায় কৃষক

March 07, 2025 08:02:39 PM   দেশজুড়ে ডেস্ক
বগুড়ায় আলুর বাজারে ধস, দুশ্চিন্তায় কৃষক

বগুড়ার আলুর বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। স্টিক আলু প্রতি মন বিক্রি হচ্ছে মাত্র ৫২০ থেকে ৫৫০ টাকায়, যা গত এক সপ্তাহের তুলনায় প্রতি মনে ১০০ টাকা কম। এই দরপতনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

শুক্রবার (৭ মার্চ) ভোর ৪টা থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বৃহত্তর বুড়িগঞ্জ বিলহামলা হাটে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা তুলনামূলক কম দামে বিভিন্ন জাতের আলু কিনছেন। লাল জাতের পাকড়ি আলু ধরণভেদে ৭০০ থেকে ৮০০ টাকা, ডায়মন্ড আলু ৫৫০ থেকে ৬০০ টাকা এবং স্টিক আলু ৫৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

তবে, আলুর দাম কমে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তাদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ার পরও তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না। অনেক কৃষক ধারদেনা করে আলু উৎপাদন করেছেন, কিন্তু বর্তমান বাজারদর তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলুর দরপতনের প্রধান কারণ হিমাগারগুলোতে প্রচুর পরিমাণে আলু মজুত থাকা এবং পাইকারদের কম দামে আলু কেনার প্রবণতা। তারা অভিযোগ করেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে দাম কমিয়ে দিয়েছেন।

এ অবস্থায় কৃষকরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি আলুর সংরক্ষণ ও বিপণনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।