
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার প্রদত্ত বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ কেজি করে ৬৮০ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন আশেকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান, হিসাব সহকারী তানিয়া আক্তারসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা। পবিত্র রমজান মাসে বিনামূল্যে চাল পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেছেন।