Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় ‘গণমানুষের আওয়াজ’-এর ৯ম বর্ষে পদার্পণ উদযাপিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় ‘গণমানুষের আওয়াজ’-এর ৯ম বর্ষে পদার্পণ উদযাপিত

March 22, 2025 12:03:17 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় ‘গণমানুষের আওয়াজ’-এর ৯ম বর্ষে পদার্পণ উদযাপিত

বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টায় পত্রিকার জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত সকাল পত্রিকার সহকারী সম্পাদক মোসলেহ উদ্দীন। তিনি বলেন, দৈনিক গণমানুষের আওয়াজ শুরু থেকেই দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রেখে আসছে। মাত্র ৮ বছরের পথচলায় পত্রিকাটি পাঠকপ্রিয়তায় ঈর্ষণীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আইনুল হকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন।

বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরানুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি রফিকুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, রহিদুল ইসলাম মিলন, আরিফুর রহমান, সোহেল রানা, শাকিব হোসেন, আব্দুর রহিম, ২০২০ সালের জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা মোছাঃ জেসমিন আক্তার, গোলাম মোস্তফা, রাইসুল ইসলাম ও পলাশ মণ্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহান মণ্ডল, মুক্তার হোসেন, সামছুল হকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও পত্রিকার নিয়মিত পাঠকরা। এসময় বক্তারা গণমানুষের আওয়াজ পত্রিকার সফলতা ও অগ্রগতির প্রশংসা করে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।