Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

January 02, 2025 07:47:56 PM   জেলা প্রতিনিধি
বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যে বৃহস্পতিবার বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম।

বক্তারা বলেন, সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের জন্য কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সমাজসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিবসটির উদ্দেশ্য হলো, সমাজের অবহেলিত মানুষের দুর্দশা তুলে ধরা, তাদের জন্য কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ, এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা। বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

দিবসটি উপলক্ষে সকালেই প্রতিবন্ধী শিক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াকাথনের আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বগুড়া পুলিশ লাইন্স থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে দিবসটির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সহযোগিতায় দিবসটি সফলভাবে পালিত হয়।