
বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. ওয়াজেদ এর সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি সাংবাদিক রায়হানুল ইসলাম রায়হান-এর মেয়ে রেজওয়ানা রিমু অসাধারণ সাফল্য অর্জন করেছে।
রিমু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম এবং কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান লাভ করেছে। পঞ্চম শ্রেণির ছাত্রী রিমু ফাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে উপজেলা পর্যায়ে অংশ নেয়।
বুধবার সকালে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, সাজেদুল ইসলাম, আবু সাইদ মো. সাজ্জাদুর রহমান, আবু তাহের, আশরাফুল আলম, খোরশেদা নাসরীন, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারা খানম, নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী খন্দকার, বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা বেগম, চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনি, মোস্তফাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী শিক্ষক উজ্জ্বল হোসেন, মামুনুর রশীদ, খাদেমুল, ফাইম, নুর আলম, মানিক, জাহাঙ্গীর, পরাগ, আরেফিনসহ সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।