Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বিজয়নগরে ইয়াবাসহ নারী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিজয়নগরে ইয়াবাসহ নারী আটক

October 25, 2025 09:06:37 PM   উপজেলা প্রতিনিধি
বিজয়নগরে ইয়াবাসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত নারীর নাম আরাফাত আক্তার (২৭)। তিনি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা (সরকার বাড়ী) এলাকার আবু তাহেরের মেয়ে।

বিজয়নগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা ও এসআই মোজাম্মেলসহ সঙ্গীয় ফোর্স মির্জাপুর এলাকায় চান্দুরা-সিঙ্গারবিলগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় আরাফাত আক্তারকে ইয়াবাসহ আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ২৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃত আরাফাত আক্তার এবং অজ্ঞাতনামা আরও ১/২ জন সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা (এফআইআর নং-৪৩, জি.আর. নং-৪৫২) দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।