
খাগড়াছড়িতে বিঝু উৎসবে বেড়াতে এসে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ মোট ৬ জন অপহরণের শিকার হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার সময় গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করে ইউপিডিএফের সন্ত্রাসীরা। অপহৃতদের মধ্যে একজন টমটমচালকও রয়েছেন।
অপহৃত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা (পিসিপি চবি শাখার সদস্য), প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘চবির পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠন এই ঘটনায় জড়িত থাকতে পারে। আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অপহৃতদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’