Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে নৌকার অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে নৌকার অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ

January 03, 2024 05:30:11 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে নৌকার অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে রাতের অন্ধকারে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে । 
জলন্দা গ্রামের বাসিন্দা নৌকার কর্মী জামশেদ প্রামানিক বলেন, আমরা মঙ্গলবার রাত এগারোটা পর্যন্ত অফিসে ছিলাম । এরপরে সবাই যার যার বাড়িতে চলে যাই। সকালে অফিসে এসে দেখি কে বা কারা পোস্টার গুলো ছিড়ে মেঝেতে ফেলে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া চেয়ারও ভাঙচুর করেছে । এ সময় তিনি এ ঘটনার জন্য প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মীদেরকে দায়ী করেন। 
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেওয়া হবে।