
বদলগাছী সংবাদদাতা:
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন- বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিশপাড়া গ্রামের মো. বাবুল মণ্ডলের ছেলে আসাদুল ইসলাম (৫২) এবং আক্কেলপুর উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মৃত আক্কাস আলী সরদারের ছেলে মো. আব্দুল মজিদ হিরা (৪৭)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে র্যাব সদস্যরা পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে নওগাঁ জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন বলে জানায় র্যাব।
অভিযানের সময় আসাদুল ও মজিদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা, ১৪ পিস ট্যাপেন্টাডল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৮০০ টাকা এবং একটি মোটরসাইকেল।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।