
ভুয়া কাগজ তৈরি করে প্রতারণা ও এক নারীকে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একাধিক মামলার আসামি আলমগীর মল্লিক (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর মল্লিক কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আলমগীর ওই এলাকার মৃত ওয়াহাব মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার, হত্যা মামলাসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে। পরে কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর মল্লিকের বিরুদ্ধে ভুয়া ভিসা তৈরি করে এক নারীর কাছ থেকে তিন লাখ টাকা নেওয়া এবং অফিসে আটকে রেখে মুক্তিপণ হিসেবে আরও দুই লাখ টাকা আদায়ের অভিযোগে এক নারী আদালতে মামলা করেছেন। সেই মামলার ভিত্তিতে জাজিরা থানা পুলিশের সহায়তায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার মামলাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দুলাল আকন বলেন, "কেরানীগঞ্জে অভিযুক্তের বিরুদ্ধে মামলা ছিল। কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য সাহায্য চেয়েছিল। পরে জাজিরা থানা পুলিশের সহায়তায় গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল সালাম মিয়া বলেন, "আটক আলমগীরের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মানবপাচারের মামলা ছিল। সেই মামলায় তাকে শরীয়তপুরের জাজিরা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।"