Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / বেনাপোলে নারী ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেনাপোলে নারী ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

April 26, 2025 01:20:10 PM   অনলাইন ডেস্ক
বেনাপোলে নারী ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

বেনাপোলে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পোর্ট থানার পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবেরবেড় বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফিরোজের মেয়ে ইভা আক্তার (৩৫), একই এলাকার ইয়াছিনের স্ত্রী সুলতানা খাতুন (২৪) ও তার ১০ মাসের ছেলে রয়াহান, জুয়েলের স্ত্রী নারগিস (২২), হোসেন আলীর মেয়ে মোরসেদা খাতুন (২০), বাবুলের মেয়ে রাবেয়া (২০) এবং শিপনের স্ত্রী শাহানা আক্তার (২৩)।

ভুক্তভোগী নারী তানিয়া জানান, তিনি দুপুরে বেনাপোল বাজার থেকে বাড়ি ফেরার জন্য একটি ইজিবাইকে ওঠেন। তখন আরও ছয় নারী একই ইজিবাইকে ওঠে। কিছুক্ষণ পর ওই নারীরা নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে হঠাৎ করে তার গলা থেকে একটি স্বর্ণের চেইন টেনে নিয়ে ছিনিয়ে নেয়। তিনি চিৎকার করলে ইজিবাইক চালক ও স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারী নারীদের হাতে-নাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহায়তায় ছয় নারীকে আটক করা হয়, যাদের প্রত্যেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ছিনতাইকারীদের মধ্যে সুলতানা খাতুনের সঙ্গে তার ১০ মাসের শিশু সন্তানও রয়েছে। আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।