Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / বেনাপোল বন্দরে ব্যাগেজ স্ক্যানিং মেশিন চালু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেনাপোল বন্দরে ব্যাগেজ স্ক্যানিং মেশিন চালু

April 26, 2025 08:13:57 PM   অনলাইন ডেস্ক
বেনাপোল বন্দরে ব্যাগেজ স্ক্যানিং মেশিন চালু

দীর্ঘ দেড় বছর পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে নষ্ট হওয়া ব্যাগেজ স্ক্যানিং মেশিন চালু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য ও যাত্রী যাতায়াত নিরাপদ করতে ২০২০ সালে বেনাপোল বন্দরে স্ক্যানার বসায় কাস্টমস। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ১৮ মাস মেশিনগুলো নষ্ট থাকায় নিরাপদ রুট হিসেবে স্বর্ণ চোরাচালানসহ নানা অনিয়ম হচ্ছিল এই বন্দরে। দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় স্ক্যানার মেশিন চালু করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। ভারতগামী যাত্রী চলাচল সহজীকরণ ও দ্রুত সেবা প্রদানের জন্য বেনাপোল চেকপোস্ট ও রেলস্টেশনের আন্তর্জাতিক ইমিগ্রেশন-কাস্টমস রুটে চোরাচালান রোধে তিনটি স্ক্যানিং মেশিন মেরামত করা হয়েছে।

বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্টরা জানান, বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য ও যাত্রী যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি কমাতে কাস্টমস কর্তৃপক্ষ চারটি স্ক্যানিং মেশিন স্থাপন করে। এর একটি মোবাইল স্ক্যানার স্থাপন করা হয় বন্দরের বাইপাস সড়কে পণ্য প্রবেশদ্বারে। অত্যাধুনিক মেশিনটি পণ্যবাহী ট্রাকে আসা রাসায়নিক, মাদক, অস্ত্র ও মিথ্যা ঘোষণার পণ্য শনাক্ত করতে সক্ষম। এছাড়াও নিরাপদ আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে বেনাপোল কার্গো ভেহিকেল বন্দরে বসানো হয়েছে নতুন স্ক্যানিং মেশিন, যা পরীক্ষামূলক কার্যক্রম শেষে সম্পূর্ণ প্রস্তুত থাকলেও গত তিন মাসে একটি ট্রাকও স্ক্যানিং করা হয়নি। এতে একদিকে যেমন প্রশ্ন উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে, অন্যদিকে নিরাপদ বাণিজ্য পড়েছে সরাসরি ঝুঁকিতে। ব্যবসায়ীরা দ্রুত এই দুটি স্ক্যানার চালুর দাবি জানিয়েছেন।

স্ক্যানিং মেশিন তদারকিতে নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটসের বেনাপোল অফিস ব্যবস্থাপক বনি আমিন জানান, বেনাপোল বন্দরে চারটি স্ক্যানিং মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে গত ১৮ মাস ধরে স্ক্যানিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্ক্যানিং মেশিন মেরামতে বড় অংকের অর্থের প্রয়োজন ছিল, যা কাস্টমস কর্তৃপক্ষ বহন করেনি। এর আগেও কয়েকবার স্ক্যানিং মেশিনগুলো নষ্ট হয়েছিল। নতুন করে জাতীয় রাজস্ব বোর্ডের সহায়তায় স্ক্যানিং মেশিনগুলো চালু করা হয়েছে।

ভারতগামী পাসপোর্টযাত্রী সেলিম রেজা বলেন, দীর্ঘদিন যাবৎ কাস্টমসের স্ক্যানিং মেশিন বন্ধ থাকায় অবাধে ভারতে মূল্যবান সম্পদ পাচার হচ্ছিল। ফলে চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কাস্টমস অনেকটা অসহায় অবস্থায় ছিল। স্ক্যানিং মেশিন চালু হওয়ায় আবারও অবৈধ পণ্য চোরাচালান কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগেজ স্ক্যানার চালুর ফলে পাসপোর্ট যাত্রীরা দ্রুত ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে পারবে। এছাড়াও দীর্ঘদিন স্ক্যানিং মেশিন নষ্ট থাকার সুযোগে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি বাণিজ্যে চোরাচালানকারীরা অতিরিক্ত পণ্য প্রবেশ করাচ্ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। তিনি বলেন, বাণিজ্য নিরাপদ রাখতে ব্যাগেজ স্ক্যানিংয়ের পাশাপাশি কার্গো ভেহিকেল টার্মিনাল ও বন্দরের বাইপাস সড়কের মোবাইল স্ক্যানার দ্রুত চালুর দাবি জানাচ্ছি।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান বলেন, দীর্ঘদিন যাবৎ যান্ত্রিক ত্রুটির কারণে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্ক্যানার মেশিন নষ্ট ছিল। এখন আমরা সবগুলো সচল করতে সক্ষম হয়েছি। ফলে আইসিপি ডিপার্চারে ব্যাগেজ স্ক্যানিং, আর্চওয়ে মেশিন এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষণের মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও বাইপাসে স্থাপিত কন্টেইনার স্ক্যানিং মেশিনটি মেরামতের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে একাধিকবার পত্র দিয়েছি। আশা করি খুব শিগগিরই এটি মেরামত করা সম্ভব হবে।