
নাটোর প্রতিনিধি:
এসো নবীন এসো নতুন প্রানে,নিয়ে যাও জ্ঞান,শিখ ও সেবা করো সর্বজনে এই আহ্বানে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে নাচগান ও ফুলদিয়ে বরণ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. শংকর ডমিনিক গমেজের সভাপতিত্বে আয়োজিত অনু্ষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস কস্তা।
নবীন বরণ অনু্ষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।