
বেরোবি সংবাদদাতা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে একজন যুবক আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম মো. আব্দুস সোবহান। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।
শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম পরীক্ষার্থী আজমাইন ফাইকের (রোল: ১৫৩৩৮৬) পরিবর্তে অন্য একজন পরীক্ষা দিচ্ছেন বলে সন্দেহ করে। পরে তাঁকে পরীক্ষা কক্ষ থেকে বের করে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
জানা গেছে, প্রকৃত পরীক্ষার্থী ছিলেন দিনাজপুরের মো. শাহিনুর ইসলামের ছেলে মো. আজমাইন ফাইক। কিন্তু তাঁর পরিবর্তে নবম শ্রেণি পাস করা আব্দুস সোবহান পরীক্ষা দিতে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্প ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, “নবম শ্রেণি পাস একজন ব্যক্তি কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসেছেন, তা উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা করবে।”
উল্লেখ্য, এদিন বেরোবি কেন্দ্রে ১১টি কেন্দ্রে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।