
গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র জনতা' ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
আসর নামাজ শেষে উপজেলা সদরের মডেল মসজিদ থেকে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলটি শুরু করেন। মিছিলটি বাস টার্মিনাল এলাকা, তাজউদ্দীন আহমদ চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি গাজীপুর জেলার যুগ্ম সদস্য সচিব রাশেদ ইসলাম রবি'র সভাপতিত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির সদস্য ইমরান হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবুল ফাত্তাহসহ অনেকে।
বক্তারা অনতিবিলম্বে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে, এ দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।