Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা

May 09, 2025 09:19:45 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা

গাজীপুরে জাল দলিল তৈরি করে সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে মোঃ আশরাফুল ইসলাম খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম ইকবাল দলিল বাতিল চেয়ে গাজীপুর জেলা বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি মামলা দায়ের করেছেন। গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে মামলাটি দায়ের করা হয়। যার নম্বর ১৬৭/২০২৫।

জানা গেছে, অভিযুক্ত মোঃ আশরাফুল ইসলাম খান গাজীপুর সদর থানাধীন পিরুজালী গ্রামের আব্দুল গফুর খানের ছেলে। তিনি বর্তমানে ভোগড়া এলাকায় বসবাস করছেন। অন্যদিকে ভুক্তভোগী রফিকুল ইসলাম ইকবাল গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকার স্থানীয় বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের পিতা মৃত জালাল উদ্দিন মুন্সীর মালিকানাধীন ভোগড়া মৌজার আর.এস ১৬৫৫ দাগের ৮ শতাংশ জমিতে গড়ে ওঠা একতলা ভবন এবং একটি টিনসেড গোডাউন ২০০৭ সালে ভাড়া নেন আশরাফুল ইসলাম। জালাল উদ্দিন জীবিত থাকা অবস্থায় ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত ভাড়া পরিশোধ করলেও, জালাল উদ্দিনের মৃত্যুর পর ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সন্তানদের কাছে ভাড়া দিয়ে আসেন তিনি। এরপর থেকে আর কোনো ভাড়া প্রদান করেননি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি আশরাফুল ইসলাম ১০-১২ জন সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তি নিজের বলে দাবি করেন এবং মালিকদের উচ্ছেদ করার চেষ্টা চালান। এ সময় বিবাদী আশরাফুল ইসলাম খান ভুক্তভোগী রফিকুল ইসলাম ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানো, গুম ও হত্যার হুমকিও প্রদান করেন।

উল্লেখিত বিষয়ে বিবাদী আশরাফুল ইসলাম খানের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।