
ত্রিশালে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও বাধাদানের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তা সহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৩০ নেতা-কর্মীর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (০৪ মে) ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী /২০১৪ এর ৪/৫ ধারায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আশিকুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। একই দিন সন্ধ্যায় বিচারক মোছা. নাসিমা খাতুন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।
এ মামলায় আসামীদের মধ্যে রয়েছে নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিবুল হাসান রনি, সাবেক সহ-সভাপতি মাহমুদুল আহসান লিমন, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম, সাবেক রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবির, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাব্বির আহমেদ, সাবেক সভাপতি ইব্রাহিম খলিল শান্ত, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রানা, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবু, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস, সাধারণ সম্পাদক রিয়েল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সংগীত বিভাগের অধ্যাপক ড. মুশাররাত শবনম, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিম আল মামুন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন উজ্জ্বল কুমার প্রধান, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. নজরুল ইসলাম, সাবেক প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোল্লা আমিনুল, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম, চারুকলা বিভাগের শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে।
এ মামলার পরবর্তী তদন্ত ও কার্যক্রম চলমান রয়েছে।