
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে টেলিভিশনে কার্টুন দেখানোর প্রলোভনে দুই মেয়ে শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মমিনুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ তাকে আটক করে আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলাম মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় প্রতিবেশী সাত বছরের দুই শিশুকে টেলিভিশনে কার্টুন দেখানোর কথা বলে তার বাড়িতে ডেকে নেয়। পরে ঘরের দরজা-জানালা বন্ধ করে তাদের ভয়ভীতি দেখিয়ে এক শিশুর পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
শিশুরা চিৎকার করলে মমিনুল ইসলাম তাদের গলা চেপে ধরে এবং কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়। পরে ভয় পেয়ে শিশুরা বাড়িতে গিয়ে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত মমিনুল ইসলাম পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে দুই শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ভুক্তভোগী এক শিশুর বাবা বেলাল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেফতারকৃত মমিনুল ইসলামকে বুধবার (১২ মার্চ) দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।