
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।
উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিকেল ৪টায় বিএনপি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের আহ্বায়ক আমীর হামজার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ ছাত্রদল ও বিএনপির নেতারা।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।