
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের চর বেগুনি পাড়া গ্রামের বিরল রোগে আক্রান্ত মোকাররমের পাশে দাঁড়িয়েছে “রশিদ মন্ডল ফাউন্ডেশন”। মাত্র ২৫ বছর বয়সী মোকাররম দীর্ঘ ১২ বছর ধরে অজানা এক দুরারোগ্য রোগে ভুগছেন। পিতা মোঃ কুরবান আলীর একমাত্র সন্তান মোকাররম আর্থিক অস্বচ্ছলতার কারণে এতদিন সঠিক চিকিৎসার সুযোগ পাননি।
একসময় ঢাকায় সীমিত চিকিৎসা নেওয়া হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। কিছুদিন চিকিৎসা চালানোর পর অর্থাভাবের কারণে পরিবারটি বাধ্য হয়ে চিকিৎসা বন্ধ করে দেয়। মোকাররমের পরিবার ও এলাকাবাসীর মতে, যথাযথ চিকিৎসা পেলে মোকাররম আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ জন্য তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
এই প্রেক্ষাপটে মানবিক সহায়তার অংশ হিসেবে “রশিদ মন্ডল ফাউন্ডেশন” মোকাররমের পাশে দাঁড়িয়েছে। ফাউন্ডেশনটি দুই ধাপে তাকে উপহার সামগ্রী প্রদান করে। প্রথম ধাপে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ।
পরে দ্বিতীয় ধাপে, ১৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার, মোকাররমকে এক মাসের খাদ্যসামগ্রী এবং আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে একটি ছাগল উপহার দেওয়া হয়।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “রশিদ মন্ডল ফাউন্ডেশন”-এর সম্মানিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক ডা. ইমরান সরকার, সাধারণ সদস্য মোঃ ফারুক মিয়া, প্রলয় পত্রিকার সাংবাদিক আবু হাসান আনছারী ও বাণিজ্য প্রতিদিন পত্রিকার সাংবাদিক আতিকুর রহমান।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রশিদ মন্ডল ফাউন্ডেশন”-এর সহায়তা নিঃসন্দেহে একটি মানবিক ও সময়োপযোগী কাজ। তবে শুধুমাত্র ব্যক্তি বা সংগঠনের সহযোগিতায় নয়, মোকাররমের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
মোকাররমের জীবন বাঁচাতে এখন জরুরি উন্নত চিকিৎসা। সময়মতো ব্যবস্থা না নিলে তার অবস্থার আরও অবনতি হতে পারে। এ অবস্থায় এলাকার মানুষ সমাজের বিত্তবান ও সরকারি-বেসরকারি সংস্থাগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।