
বরিশাল কোতোয়ালি মডেল থানার বিতর্কিত পুলিশ কর্মকর্তা এসআই শিহাব উদ্দিনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য, নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং গ্রেফতারের হুমকির অভিযোগে বৃহস্পতিবার (৬ মার্চ) নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর কেডিসি এলাকায় বিএডিসি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরের দরজা আটকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। এতে মালিকানা পাঁচটি পরিবারসহ প্রায় ২০০ পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হলে আদালত সংশ্লিষ্ট স্থানে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন।
কিন্তু গত ৫ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বিএডিসি কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করে দেয়াল নির্মাণ করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং আদালতের নির্দেশনা দেখান। ফলে বিএডিসি কর্মকর্তারা সেখান থেকে সরে যান। তবে ঘণ্টাখানেক পর এসআই শিহাব উদ্দিন সিভিল পোশাকে এসে মাস্তান স্টাইলে দেয়াল নির্মাণের নির্দেশ দেন, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ভুক্তভোগীরা আদালতের নির্দেশনা দেখালে এসআই শিহাব ক্ষিপ্ত হয়ে বলেন, "এই কাগজ ভুয়া, এখানে দেয়াল হবেই।" অভিযোগে আরও বলা হয়, তিনি থানার ওসিকে অবহিত না করেই সিভিল পোশাকে সেখানে আসেন এবং বিএডিসির পক্ষ নিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এসময় তিনি নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও গ্রেফতার করার হুমকি দেন। একপর্যায়ে জনসাধারণের তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পর স্থানীয় ভুক্তভোগীরা এসআই শিহাবের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তারা বলেন, "আইনের লোক হয়ে এসআই শিহাব শৃঙ্খলা রক্ষার পরিবর্তে মাস্তানি করেছেন এবং আদালতের আদেশ অমান্য করেছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।"
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জানান, "অভিযোগের বিষয়ে তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"