Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে কনিকা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া চিকিৎসক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে কনিকা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া চিকিৎসক আটক

October 04, 2023 09:12:04 PM   জেলা প্রতিনিধি
বরিশালে কনিকা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া চিকিৎসক আটক

বরিশাল সংবাদদাতা:
বরিশালে কণিকা ডায়াগনস্টিক সেন্টার থেকে ইমরান হোসাইন রানা (৩৩) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কণিকা ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। ইমরান হোসাইন রানা নারায়ণগঞ্জের পাগলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে বরিশালে চিকিৎসা নিতে আসেন আবু হানিফ নামে এক ব্যক্তি। তখন এক দালাল তাকে কণিকা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে তকে কথিত চিকিৎসক ইমরান হোসাইন রানা প্রেসক্রিপশন লিখে দেন এবং কয়েকটি শারীরিক পরীক্ষা করতে দেন। আবু হানিফের স্বজনরা প্রেসক্রিপশন দেখান বরিশালে অবস্থান করা ঝালকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত আহমেদকে। তিনি প্রেসক্রিপশনে ওষুধের গরমিল দেখে কয়েকজনকে নিয়ে কথিত চিকিৎসক ইমরান হোসাইন রানার চেম্বারে গিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জানা যায়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কণিকা ডায়াগনস্টিক সেন্টারে নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি। সেই পরিচয়ে নিয়মিত রোগী দেখতেন।

ঝালকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত আহমেদ বলেন, রানার প্রেসক্রিপশন দেখে আমার সন্দেহ হয়। তখন পরিচয় জানতে চাইলে তার দেখানো আইডি কার্ড ও রেজিস্ট্রেশন নম্বরটি সঠিক বলে মনে হয়নি। তার প্রেসক্রিপশনে এমবিবিএস (বিসিএস স্বাস্থ্য), ইএফএইচ (ইন্ডিয়া), এফসিপিএস (মেডিসিন), সিসিডি (বারডেম) ঢাকা, মেডিকেল কর্মকর্তা (মেডিসিন বিভাগ) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল উল্লেখ করেছেন। পরে খোঁজ নিয়ে জানা যায় সব কিছুই ভুয়া।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে একজন ভুয়া চিকিৎসককে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।