
বরিশালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বেলা ১১টায় জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের অস্থায়ী প্রতিকৃর্তিতে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।
এরপরে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্ঠির আহবায়ক অধ্যাপক মহসিন-ইল ইসলাম হাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড. এম এ জলিল, মহানগর যুগ্ম আহবায়ক মুঞ্জুর মোর্সেদ, ফোরকান তালুকদার, জেলা যুগ্ম আহবায়ক মঞ্জুরুল অঅলম খোকন, নজরুল ইসলাম, এ্যাড. বশির আহমেদ সবুজ, যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা নেতা বাবু ননী গোপাল, সংহতি জেলা আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াস উদ্দিনসদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, আল আমিন চিসতী,আব্দুস সোবহান, আব্দুল মান্নআন, মোসলেম ফরাজী, ছাত্র সমাজের সভাপতি বাহাদুর হোসেনসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা শেষে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করে তোবারক বিতরণ করেন নেতৃবৃন্দ।