Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সন্দেহজনক কাগজপত্রসহ দুই ট্রাক জব্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সন্দেহজনক কাগজপত্রসহ দুই ট্রাক জব্দ

December 28, 2024 08:06:44 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সন্দেহজনক কাগজপত্রসহ দুই ট্রাক জব্দ

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুইটি ট্রাকে থাকা নথিপত্র জব্দ করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন কাগজপত্র সরিয়ে ফেলার সন্দেহে এলাকাবাসী ট্রাকগুলো আটক করে।

কাগাশুরা গ্রামের আব্দুর রহমান জানান, “শুক্রবার সন্ধ্যায় ট্রাকগুলো গ্রামে ঢোকার পর সন্দেহ হলে আমরা তাদের থামাই এবং ট্রাকের ভেতরের নথিপত্র সম্পর্কে জানতে চাই। কোনো সঠিক উত্তর না পাওয়ায় আমরা ট্রাক দু’টি আটক করি।”

খবর পেয়ে কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, “প্রায় এক যুগ পুরোনো নথিপত্র পুড়িয়ে ফেলার জন্য ময়লা খোলা নিতে ট্রাকগুলো পাঠানো হয়েছিল। তবে ড্রাইভার ভুল করে কাগাশুরা গ্রামে ঢুকে যায়, যা স্থানীয়দের সন্দেহের কারণ হয়।”

সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম সম্পর্কে প্রশ্ন করা হলে নির্বাহী প্রকৌশলী কোনো সঠিক উত্তর দিতে পারেননি। তিনি জানান, মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল এবং ট্রাকে তার অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত প্রতিশ্রুতি নিয়ে কাগজপত্রসহ ট্রাকগুলো তাদের হেফাজতে দেওয়া হয়েছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। সরকারি নথিপত্র সরিয়ে ফেলা ও পুড়িয়ে ফেলার প্রক্রিয়া নিয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।